রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত সাড়াজাগানো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুন নূর আল কাসেমিয়ার নতুন শিক্ষাবর্ষ (১৪৪৫-৪৬ হিজরী)এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ শাওয়াল ১৪৪৫ হিজরি মোতাবেক ১৭ এপ্রিল বুধবার থেকে ১০ই শাওয়াল মোতাবেক ২১ এপ্রিল রবিবার পর্যন্ত সকল জামাতে নির্ধারিত আসনে ভর্তি চলবে।
সীট বণ্টন: ২২ এপ্রিল রোজ সোমবার, বাদ এশা। কিতাব বিতরণ: ২৩ এপ্রিল রোজ মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকা থেকে। ইফতেতাহে দরস: ২৪ এপ্রিল রোজ বুধবার।
জামিয়াতুন নূর আল কাসেমিয়ার সকল শিক্ষাকার্যক্রম নয়ানগর চেয়ারম্যানবাড়ি মোড়, তুরাগ, উত্তরা, ঢাকাস্থ স্থায়ী ক্যাম্পাস থেকে পরিচালিত হবে।
উল্লেখ্য, গত ২০২১ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার শুরু লগ্নেই জামিয়ায় মক্তব, হিফজ’সহ ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদীস ও তাখাসসুসাতের অন্যান্য ফ্যাকাল্টি খুলে সকল জামাতেই নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী পেয়ে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠার প্রথম ও দ্বিতীয় বৎসরেই বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়াতুন নূর ঈর্ষনীয় সাফল্য পেয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া জাগিয়েছে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
জামিয়াতুন নূর আল কাসেমিয়া সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষে প্রতিদিন (বুধবার-রবিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট এবং বিকেল ২.৩০ থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তিযোগ্য নম্বর:
উলূমুল হাদীস ৮০%, ইফতা ৮০%, আদব ৭০%, তাকমীল ৫০%, ফযীলত ২য় বর্ষ ৫৫%, ফযিলত ১ম বর্ষ ৬০%, সানাবিয়া উলয়া ২য় বর্ষ ও সানাবিয়া ২য় বর্ষ(কাফিয়া) ৬৫%, মুতাওয়াসসিতাহ ৩য় বর্ষ ও মুতাওয়াসসিতাহ ২য় বর্ষ ৭০%, এবং মুতাওয়াসসিতাহ ১ম বর্ষ ও ইবতেদায়ী ৮০%।
জামাতভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়সমূহ:
তাকমীল (দাওরায়ে হাদীস) জামাতের ভর্তি পরীক্ষা হবে- মিশকাত ১ম খণ্ড ও হিদায়া ৩য় খণ্ড থেকে।
ফযীলত ২য় বর্ষ (মিশকাত) জামাতের ভর্তি পরীক্ষা হবে- জালালাইন ১ম খণ্ড ও হিদায়া ১ম খণ্ড থেকে।
ফজীলত ১ম বর্ষ (জালালাইন) জামাতের ভর্তি পরীক্ষা হবে- শরহে বেকায়া ১ম খণ্ড ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ অধ্যায়) থেকে।
সানাবিয়্যাহ উলইয়া (শরহে বেকায়া) জামাতের ভর্তি পরীক্ষা হবে- কাফিয়া, কুদূরী ও উসূলুশ শাশী থেকে।
সানাবিয়্যাহ ঊলা (কাফিয়া) জামাতের ভর্তি পরীক্ষা হবে- হিদায়াতুন্নাহু, নুরুল ইযাহ ও ইলমুস সীগাহ থেকে।
মুতাওয়াসসিতা-৩ (হিদায়াতুন্নাহু) জামাতের ভর্তি পরীক্ষা হবে- নাহবেমীর (বা সমমানের কিতাব), ইলমুস সরফ ও রাওযাতুল আদব থেকে।
মুতাওয়াসসিতা-২ (নাহবেমীর) জামাতের ভর্তি পরীক্ষা হবে- মিযানুস সরফ, এসো আরবী শিখি ও ফার্সী।
মুতাওয়াসসিতা-১ (মিযান)জামাতের ভর্তি পরীক্ষা হবে- ফার্সী পহেলি এবং পঞ্চম শ্রেণীর বাংলা, অংক ও ইংরেজী ও উর্দু তেসরী থেকে।
ইবতেদায়ী জামাতের ভর্তি পরীক্ষা হবে- হিফজুল কুরআন/ নাযেরা, বাংলা, ইংরেজী ও অংক (৩য় বা ৪র্থ শ্রেণী সমমান) থেকে।
হিফজ ও নাজেরা বিভাগে পঠিত অংশের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তাখাসসুসাত-এর ভর্তি পরীক্ষা হবে- হিদায়া ৩য় খণ্ড ও নুরুল আনওয়ার থেকে।
আদব বিভাগের ভর্তি পরীক্ষা হবে- শামায়েলে তিরমিযী, মাকামাতে হারিরী এবং আরবী যেকোন কিতাব থেকে।
উলুমুল হাদিস বিভাগের ভর্তি পরীক্ষা হবে- সহীহুল বুখারী ও মুকাদ্দামায়ে ইবনুস সালাহ থেকে।
উল্লেখ্য, মুতাওয়াসসিতাহ-৩ (হিদায়াতুন্নাহু) থেকে দাওরা হাদীস পর্যন্ত মেহনতী, মেধাবী ও আখলাকী ছাত্রদের যারা আর্থিক অসচ্ছ্বল, তাদের শিক্ষার ব্যয় নির্বাহে আবেদন সাপেক্ষে বিশেষ বিবেচনা করা হবে।
ভর্তিচ্ছুক ছাত্রদের জন্য ভর্তির আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
উল্লেখ্য, জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা নাজমুল হাসান কাসেমী জীবনের দীর্ঘ সময় আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর সান্নিধ্যে ছিলেন। জামিয়া মাদানিয়া বারিধারায় দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে নায়বে মুহতামিমের দায়িত্ব পালন এবং আল্লামা কাসেমী (রাহ.)এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বও পালন করেন তিনি। প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ আল্লামা কাসেমী (রাহ.)কে উৎসর্গ করে প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’।
জামিয়াতুন নূর আল কাসেমিয়ার স্থায়ী ক্যাম্পাস: নয়ানগর চেয়ারম্যানবাড়ি মোড়, তুরাগ, উত্তরা, ঢাকা।
ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য- 01310 982 005 এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
উম্মাহ২৪ডটকম: এসএএম
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com