মাত্র ১২ মাসে কsরআনুল কারিমের হিফজ সমাপ্ত করেছেন আফরোজা খাতুন।
আফরোজা খাতুন কুষ্টিয়া ভেড়ামারা মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রী। দেশের বাড়ি মহেশপুর ঝিনাইদহ। আফরোজার বড় বোনও হাফেজা।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
কুষ্টিয়া ভেড়ামারার মাসুমা জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আমজাদ আওয়ার ইসলামকে বলেন, আফরোজা খুবই মেধাবী, শেষের দিকে সে দশ পৃষ্ঠা করে সবক শুনিয়েছেন। মুফতি আব্দুল্লাহ তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
মাসুমা জান্নাত মহিলা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজা, আলেমা ১৯৯৪ সাল থেকে কোরআনের খেদমত করে আসছেন। এ পর্যন্ত নিজ হাতে বহু হাফেজা তৈরি করেছে। মুফতি আব্দুল্লাহ তার মাদরাসার সকল ছাত্রি ও প্রতিষ্ঠানের জন্য সকলের সার্বিক দোয়া কামনা করেছেন।
উম্মাহ২৪ডটকম: আইএএ