প্রশ্ন: অনেক মসজিদে জুমার দিন খুতবার সময় দেখা যায় কাতারের মাথায় রাখাদান বাক্স চালিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় খাদেম নিজেই খুতবা চলাকালে রুমাল বা থলি হাতে নিয়ে হেঁটে হেঁটে টাকা উঠাচ্ছে। প্রশ্ন হল, খুতবার সময় এভাবে টাকা তোলা কি জায়েয হবে?
উত্তর: খুৎবা চলাকালীন সকল কাজ হতে বিরত থেকে খুৎবা শ্রবণ করা ওয়াজিব। এ সময় যেকোনো উপায়ে চাঁদা উঠানো এবং চাঁদা দেওয়া নাজায়েয। শুধু দানবাক্স চালানোও নাজায়েয। হাদীস শরীফে এসেছে- অর্থাৎ ‘(খুতবা অবস্থায়) যে নুড়ি সরাল সেও অনর্থক কাজ করল।’ অন্য হাদীসে এসেছে-
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
ومن لغى فلا جمعة له
আর যে অনর্থক কাজ করল তার জুমা-ই শেষ হয়ে গেল। অনুদান সংগ্রহের কাজটিও সুন্নত আদায়ের পর খুৎবার আযান শুরু হওয়ার আগে করা যেতে পারে।
-সহীহ বুখারী ১/১২৭; সহীহ মুসলিম ১/২৮৩; শরহে নববী ১/২৮১; বাদায়েউস সানায়ে ২/২০৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২০৬; ফাতাওয়া নাওয়াযেল ৭৮; আলমুগনী ২/৮৪; ফাতহুল কাদীর ২/৬৬; রদ্দুল মুহতার ২/১৬১
উম্মাহ২৪ডটকম: আইএএ