এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন তাবলিগের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আহমদ লাট (ভারত) ও তাবলিগের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ইব্রাহিম দেওলা (ভারত), প্রফেসর সানাউল্লাহ খানসহ তাবলিগের বেশ কয়েকজন মুরব্বি।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বাংলাদেশের তাবলিগের দায়িত্বশীল কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন তাবলিগের বিদেশি জামাতের ইস্তেকবাল জামাত।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর ময়দানে বিদেশি জামাতসহ তাবলিগের মুরব্বিরা এসে উপস্থিত হয়েছেন। দেশ-বিদেশের আলেমদের পদভারে মুখরিত হচ্ছে তুরাগ তীর। আলেমদের বয়ান শুনতে ইতোমধ্যে বয়ানে জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্ববধানে প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি এবং মাওলানা সা’দ পক্ষের অনুসারীরা ২০-২২ জানুয়ারি ইজতেমা পরিচালনা করবেন। প্রতি পর্বেই শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজ বলেন, প্রথম পর্বে পুরো ইজতেমা ময়দানকে ৯১টি ভাগে (খিত্তায়) ভাগ করা হয়েছে। এসব খিত্তায় জেলাভিত্তিক মুসল্লিরা অবস্থান নেবেন। বুধবার বাদ আসর থেকে তারা মাঠে এসে অবস্থান নেবেন।
উম্মাহ২৪ডটকম: আইএএ