।। মালেকা ফেরদৌস ।।
ফুলের গন্ধ ঝরে হেমন্তের শিশির জলে
ভোরের বাতাসে শস্যের ঘ্রাণ- এখনও
পাকা ধানের নেশা ছড়ায় চারদিকে হীম হীম
মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে মাঝে মাঝে।
আপনার কথা মনে হলেই যেন পাখায় পালক গজায় আমার
ভাবতে থাকি কোথা থেকে শুরু করি ,
ফুল পাখিদের শুধাই, আকাশের সাথে কথা বলি
মেঘ দেখলে নিজের ভেতরেই বৃষ্টির শব্দ শুনি!
সেই কবে- আল্লামা ইকবালের দুটো লাইন
মগজে ঢুকিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন আজও সরাতে পারিনি।
“বিলাপ তুলেছে বুলবুলি ঐ ব্যাথায় তাহার জ্বলিছে বুক
আমিতো গোলাপ নহি যে বন্ধু শুনে যাব আর রহিব মুক।”
কবিতাকে বিশ্বাস করো না, অথচ-
রক্তের ভেতরেই কবিতারা ঢেউ তোলে।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com