মহানবী (সা.)-এর জন্মদিন উদযাপন উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলের মসজিদগুলোতে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) মাগরিবের পর থেকে আলোচনাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইস্তাম্বুলের মসজিদগুলো বিশেষত আল-ফাতিহ মসজিদ, সুলতান আইউব মসজিদ, সুলেমানিয়া মসজিদ, গ্র্যান্ড ক্যামলিকা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক মসজিদে উৎসবমুখর পরিবেশে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
আয়োজনের মধ্যে ছিল, পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামী বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
আয়োজন শেষে আল-ফাতিহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে বিভিন্ন উপহার-উপঢৌকন প্রদান করা হয়। ইস্তাম্বুল ছাড়াও তুরস্কের বিভিন্ন অঞ্চলেও মহানবী (সা.)-এর সিরাহ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।
উম্মাহ২৪ডটকম: আইএএ