Home কবিতা জাগে আরেক বাংলাদেশ

জাগে আরেক বাংলাদেশ

॥ মালেকা ফেরদৌস ॥

পাখি আর শিশুদের কলরবে
নরম রোদের ভোর
আবার কবে হবে,
আঙিনার হলুদ ঝিঙে ফুল
সন্ধ্যার বাউল বাতাসে
হবে আকুল।
ভেঙে গেছে কিষাণীর ঘর
যাবতীয় বৃক্ষপত্র,
বিরাণ হয়েছে পাকা ফসলের ক্ষেত,
বেণী দুলানো গাঁয়ের কিশোরী
ডানপিটে কিশোর বালক।

ভেসে গেছে পথঘাট বিমলা বৌঠান
রাখাল ও পাড়ার,
ইলিয়াস মাঝি হারিয়েছে সোমত্ত ছেলে
আত্মীয় আর পুরো পরিবার
নিয়ে গেছে সব
রক্তচক্ষু ভায়াল-সিডর।

এখানে খরা, মারী ও মড়ক
‘সিডরের’ হিংস্রা ছোবল হানা দেয় বার বার,
এখনো হেমন্ত আসে
কঠিন বিধুর,
তবুও জীবন থামে না এখানে
তবুও সংগ্রাম চলে নিরন্তর-

ধ্বংসের সোপানেই জেগে ওঠে
বৃক্ষমানুষ তাবত প্রজাতি,
আবারও সবুজে ভরে ওঠে প্রান্তর।
শস্য-সম্পদে মানুষের কোলাহলে
আবারও সমুদ্র উদার হস্ত খুলে দেয়
আবারও নবান্নের উৎসবে জেগে ওঠে লোকালয়।
আবারও সমৃদ্ধির সম্ভারে অশেষ
জাগে আরেক বাংলাদেশ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।