।। ইসলামী জীবন ডেস্ক ।।
করোনাকালের দীর্ঘ দুই বছর বিরতির পর মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (এমসিবি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচি। শনিবার ও রবিবার (৩-৪ সেপ্টেম্বর) ইংল্যান্ডের দুই শতাধিক মসজিদে তা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেদিন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত ক্যাম্পেইনে অংশ নেওয়া মসজিদগুলো সব ধর্মের অনুসারীর জন্য উন্মুক্ত থাকবে। মসজিদ আসার আমন্ত্রণ জানাতে ‘হ্যাশট্যাগভিজিটমাইমস্ক’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে প্রচারণা।
এক ভিডিও বার্তায় এমসিবি এর মহাসচিব জারা মুহাম্মদ সবাইকে মসজিদে আসার আমন্ত্রণ জানান।
বার্মিংহাম মেইল সূত্রে জানা যায়, সব ধর্মীয় সমপ্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে প্রতিবছর এ ক্যাম্পেইন আয়োজন করে যুক্তরাজ্যের মুসলিমদের বৃহত্তম সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। সর্বশেষ ২০১৯ সালে ভিজিট মাই মস্ক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
সেদিন মসজিদে ইসলামী প্রদর্শনী, আরবি ক্যালিগ্রাফিসহ নানা ধরনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি থাকে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ বিভিন্ন স্থানের মসজিদগুলো এই দিন সবার উন্মুক্ত রাখা হয়।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রথম বছরই মুসলিম-অমুসলিম সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে মসজিদভিত্তিক এ কর্মসূচি। প্রথম বছর যুক্তরাজ্যের ২০টি মসজিদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেও বর্তমানে এ সংখ্যা বেড়ে দুই শতাধিক পর্যন্ত পৌঁছেছে। তা ছাড়া প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধান ও লন্ডনের মেয়র, স্থানীয় সাংসদ, জ্যেষ্ঠ রাজনীতিবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই দিন নিজেদের মসজিদগুলো পরিদর্শনে আসেন।
সূত্র : বার্মিংহাম মেইল ও এমসিবি