যদি সুদৃঢ় মনোবল থাকে, তাহলে কোনো প্রতিবন্ধকতাই কারো স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কথাটি যে বাস্তব সেটাই সত্যি করে দেখালেন সার্বিয়ান এক তরুণী। সাধারণ শিক্ষার পাশাপাশি দীর্ঘ ১০ বছর সময় নিয়ে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন তিনি।
স্থানীয় সময় গত রোববার সার্বিয়ার সানজাক অঞ্চলের রাজধানী নোভি পাজার সুন্দর এই মুহূর্তটির সাক্ষী হলো। সেখানকার পবিত্র কুরআন বোর্ডের সামনে শেষ সূরা শোনানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন করেন তিনি।
আরও পড়তে পারেন-
- কাবলাল জুমা: কিছু নিবেদন
- দারিদ্র বিমোচনে এনজিওদের থেকে কওমি মাদ্রাসার সফলতা বেশি!
- হজ্ব-ওমরায় গেলে আমরা সেখান থেকে কী নিয়ে ফিরব?
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
- সংঘাতবিক্ষুব্ধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ
সার্বিয়ান ওই তরুণীর নাম সোমাইয়া ডেস্তানোভিচ। তিনি স্থানীয় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। হাফেজা হওয়ার পর সোমাইয়া স্থানীয় মুসলিম কমিউনিটির কাছে বেশ প্রশংসিত হচ্ছেন। নোভি পাজারে বসবাসকারী বসনীয় মুসলিমরা হাফেজ হওয়াকে বেশ গর্বের নজরে দেখেন।
সূত্র জানায়, সোমাইয়া ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি কুরআন শিক্ষা মাদরাসায় প্রাথমিক স্তরে ভর্তি হন এবং দীর্ঘ ১০ বছরের কঠোর ও ধারাবাহিক পরিশ্রমের ফলে পবিত্র কুরআন হিফজ করতে সক্ষম হলেন তিনি।
সোমাইয়ার হিফজ সম্পন্ন অনুষ্ঠানের আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
অনুবাদ: বেলায়েত হুসাইন
উম্মাহ২৪ডটকম: এমএ