স্বপ্নে আমি একটা দুরন্ত অশ্বকে দেখি প্রায়ই
কেশর দুলিয়ে ছুটতে থাকে – বন, পাহাড়, নদী,
দিগন্ত অতিক্রম করে সন্ধ্যার আরক্ত বাতাসে
মিলিয়ে যায়।
সমস্ত বনভূমি সচল হয়ে ওঠে তখন
সুরের মূর্ছনা জাগে সবুজ পাতায়,
পাখির কলরব, আনন্দ আবেগে জেগে ওঠে সব।
তখন নিজেকে শীতল চাঁদের নীচে
ছায়াহীন অতল শূন্য মনে হয়, কি ভীষণ সময় !
অনিঃশেষ শূন্যতা ঘিরে ফেলে চারদিক,
আমি চিৎকার করতে চাই….
গুহা যুগের নিস্তব্দতা এসে আমার
কণ্ঠকে রুদ্ধ করে দেয়!
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com