Home কবিতা স্পর্শহীন প্রশান্তি

স্পর্শহীন প্রশান্তি

॥ মালেকা ফেরদৌস ॥

ভুবন পেরিয়ে আসা আরও কিছুকাল
এ জীবন বয়ে যাবে বহতা নদীর মত,
তোমার জন্য হৃদয়ের এই হাহাকার
আর কতো কাল!
নিরন্তর বলে গেছ তুমি-
তোমার প্রতিটি ধ্বনি-
সাজানো সুঠাম শব্দের কলরোলে
আমি ভেসে গেছি- অবিরত নদীর মতো
ঝরাপাতার শব্দের মতো, ঘূর্ণি হাওয়ার-
দুর্নিবার, স্রোতের মতোই তুমি এলে-

শব্দের অনেক পাতা
সময়ের প্রান্তরে ঝরে পড়লো,
আমার সমস্ত উচ্চারণ তোমার প্রবাহের উত্তাপে
তরল আলোর মতই মিশে গেল
দূর নিহারিকায়।
আমার কোন উচ্চআরণই রইল না
কথার পাতাগুলো
কেবল বাতাসে উড়তেই থাকল,
সব আর্তরোল মিশে গিয়ে তৈরী হল-
এক ধরনের আকূলতা।

আকাশের একখণ্ড মেঘ, আমার প্রেম
অকথিত শব্দমালা ভোরের রোদের ছোঁয়ায়
শিশিরের মতই নিঃশেষ হয়ে গেল;
তুমি এলে নিরন্তর বয়ে চলা নদীর মতোই-
তোমার স্রোতের নিঃশেষিত শব্দ মেঘালয়
আমার যাত্রার অনবরত আনন্দ তুমি!

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।