প্রশ্ন: মসজিদের নামে ওয়াকফিয়া জমিনের আয় দিয়ে ইমাম সাহেবের বেতন দেয়া যাবে কি?
– আব্দুস্ সালাম, কানাইনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
উত্তর: ওয়াকফকারী যদি মসজিদের নির্দিষ্ট কোন কাজের জন্য ওয়াকফ করে থাকেন, তাহলে সেই নির্দিষ্ট খাত ছাড়া অন্য খাতে ব্যবহার করা জায়েয হবে না। তবে নির্দিষ্ট খাতের জন্য ওয়াকফকৃত না হলে তার আয় দ্বারা ইমাম-মুয়াযযিন সাহেবদের বেতন দেওয়া যাবে। তাতে কোন অসুবিধা নেই। (দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার-৪/৩৬৭)।
উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন
মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
উম্মাহ২৪ডটকম: এমএ