রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, পশ্চিমারা বিশ্বব্যাপী আধিপত্য অর্জন এবং রাশিয়াকে ভেঙে ফেলার যে প্রচেষ্টা চালিয়ে আসছে সফল হবে না।
ইউক্রেনে রাশিয়ার রক্তক্ষয়ী হামলার ২১তম দিনে তিনি বলেন, ‘পশ্চিম যদি মনে করে যে রাশিয়া পিছিয়ে যাবে, তবে তারা রাশিয়াকে বোঝে না’।
পুতিন দাবি করেন, রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখা পশ্চিমের একটি দীর্ঘমেয়াদী নীতি এবং রাশিয়ার বিরুদ্ধে তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল অদূরদর্শী।
পুতিন বলেন, এটা সম্ভব ছিল যে কিয়েভের নাৎসিপন্থী সরকার গণবিধ্বংসী অস্ত্র হাতে পেত, এবং তখন তাদের লক্ষ্য অবশ্যই রাশিয়া হতো।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিটি রাশিয়ান পরিবারকে আঘাত করতে চায়।
তিনি পশ্চিমা দেশের বিরুদ্ধে রাশিয়াকেনিয়ে অনাকাঙ্ক্ষিত গুজব প্রচারে জড়িত থাকার অভিযোগ করেন।
পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে শত্রুতা শেষ করার লক্ষ্যে তাদের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে আলোচনার জন্য প্রস্তুত। তবে মস্কো তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে, এবং পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পশ্চিম ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আরোপ করছে এবং এই সংঘাত তাদের নিষেধাজ্ঞা আরোপের একটি অজুহাত ছিল।
পুতিন বলেন, পুরো রাশিয়ান অর্থনীতি, প্রতিটি রাশিয়ানকে ক্ষতিগ্রস্থ করার অভিলাসের বিষয়টি পশ্চিম আড়ালের চেষ্টাও করে না।
উম্মাহ২৪ডটকম: এসএএম