মুসল্লিদের সহযোগিতার লক্ষ্যে মসজিদুল হারামে দোভাষী নিয়োগ দিয়েছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। মহামারি বিষয়ক বিধি-নিষেধ উঠিয়ে দেওয়ার পর দোভাষীদের নিয়োগ দেওয়া হলো। ‘ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ট্রান্সলেশন’ বিভাগের সহকারী সচিব আহমদ বিন আবদুল আজিজ আল হুমাইদি বলেন, মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে কর্তৃপক্ষের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে দোভাষীদের নিয়োগ দেওয়া হয়েছে।
মহামারিসংক্রান্ত বিধি-নিষেধ তুলে দেওয়ার পর পবিত্র দুই মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
এখন পূর্ণ ধারণক্ষমতার পরিমাণ মুসল্লি উভয় মসজিদে নামাজ আদায় করতে পারবে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি করোনাকালের দীর্ঘ ৩০ মাস পর সাত বছর বা এর বেশি বয়সী শিশুদের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্বসহ সব ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব।
সূত্র : আরব নিউজ
উম্মাহ২৪ডটকম: এসএএম