Home ইসলাম হিজরি প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে রচিত হাদিসগ্রন্থ

হিজরি প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে রচিত হাদিসগ্রন্থ

।। মুফতি মাহমুদ হাসান ।।

সাহাবায়ে কেরামের যুগের হাদিস সংকলনগুলো অবিন্যস্ত ছিল। তাবেঈনদের যুগে এসে সুবিন্যস্তভাবে অধ্যায় হিসেবে সংকলন শুরু হয়। এ বিষয়ে অনেক কিতাবের মধ্য থেকে ইমাম শাবি (রহ.)-এর সংকলিত কিতাব ‘আল-আবওয়াব’ এবং হাসান বসরি (রহ.)-এর কোরআনে কারিমের ব্যাখ্যামূলক হাদিসগুলোর সংকলন অন্যতম। আর পরবর্তী সময়ে ইমাম আবু হানিফা (রহ.)-এর সংকলিত কিতাব ‘কিতাবুল আ-সার’ উল্লেখযোগ্য।

এ যুগের বিশেষভাবে উল্লেখযোগ্য কাজ হলো, আমিরুল মুমিনিন ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)-এর নির্দেশে বিক্ষিপ্তভাবে ব্যক্তি পর্যায়ে লিখিত হাদিস সংকলনগুলোকে সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ। তিনি সব গভর্নরকে সাহাবায়ে কেরামের শাগরিদ হাদিস বিশারদদের মাধ্যমে হাদিস সংরক্ষণের উদ্যোগ নিতে বলেন। অতঃপর তা বাস্তবায়িত হয়। এ কাজের মধ্যে ইমাম ইবনে শিহাব জুহরি (রহ.)-এর অনন্য অবদান রয়েছে। (বুখারি ১/৩১)

তাবেঈনদের যুগে লিখিত ওই কিতাবগুলোর মধ্যে একটি হলো আবু হুরায়রা (রা.)-এর এক শাগরিদ হাম্মাম ইবনে মুনাব্বিহ (রহ.) বর্ণিত ‘আসসহিফাতুস সহিহাহ’। এ কিতাবের বিভিন্ন অংশ পরবর্তী হাদিস সংকলনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ইমাম আহমাদ (রহ.) স্বরচিত কিতাব ‘মুসনাদে আহমাদ’, যার মধ্যে প্রায় ৪০ হাজার হাদিস সংকলিত হয়েছে। তাতে ওই কিতাবের পূর্ণটাই অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়তে পারেন-

এভাবেই সাহাবি-তাবেঈনদের লিখিত কিতাবগুলো পরবর্তী যুগে সংকলিত কিতাবসমূহের মধ্যে অংশবিশেষ অথবা পূর্ণাঙ্গটাই অন্তর্ভুক্ত হয়ে যায়।

প্রথম শতাব্দীতে লিখিত কিছু কিতাবের নাম

১. কিতাবু সাঈদ ইবনে জুবাইর (ওফাত ৯৫ হি.)

২. ওমর ইবনে আব্দুল আজিজ রহ.-এর কিতাবসমূহ (ওফাত ১০১ হি.)

৩. মুজাহিদ ইবনে জবর (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১০৩ হি.)

৪. আল-আবওয়াব-ইমাম শাবি (ওফাত ১০৪ হি.)

৫. কিতাবু মাকহুল শামি (ওফাত ১০০ হি.)

৬. কিতাবু খালেদ ইবনে মাদান (ওফাত ১০৪ হি.)

৭. আবু কিলাবা (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১০৪ হি.)

৮. হাসান বসরি (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১১০ হি.)

৯. মুহাম্মাদ আলবাকের (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১১৪ হি.)

১০. কাইস ইবনে সাদ (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১১৭ হি.)

১১. কিতাবু আবি বকর ইবনে মুহাম্মাদ ইবনে আমর ইবনে হাজম (ওফাত ১২০ হি.)

১২. ইবনে শিহাব জুহরি (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১২৪ হি.)

১৩. সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ (ওফাত ১৩১ হি.)

দ্বিতীয় শতাব্দীতে লিখিত কিছু কিতাব

এ শতাব্দীতে সংকলিত কিতাবসমূহের বিশেষ বৈশিষ্ট হলো, এ সময়ে লিখিত বেশির ভাগ কিতাব বিষয়ভিত্তিক ও সুবিন্যস্তভাবে রচিত হয়। এখানে অল্প পরিসরে সব কিতাবের নাম উল্লেখ করা সম্ভব নয়। নিম্নে কিছু কিতাবের নাম উল্লেখ করা হলো—

১. মুসনাদে জায়েদ ইবনে আলী (ওফাত ১২২ হি.)

২. কিতাবুল আ-সার-ইমাম আবু হানিফা (রহ.) (ওফাত ১৫০ হি.)

৩. কিতাবু ইবনে জুরাইজ (ওফাত ১৫০ হি.)

৪. মুয়াত্তা ইবনে আবি জিব (ওফাত ১৫৩ হি.)

৫. মুয়াত্তা মালেক ইবনে আনাস (ওফাত ১৭৯ হি.)

৬. মাগাজিয়ে মুহাম্মাদ ইবনে ইসহাক (ওফাত ১৫১ হি.)

৭. মুসনাদে রবি ইবনে সবিহ (ওফাত ১৬০ হি.)

৮. জামে মামার ইবনে রাশেদ (ওফাত ১৫৩ হি.)

৯. কিতাবু আবদুর রহমান আলআওজাঈ (ওফাত ১৫৭ হি.)

১০. জামে সুফিয়ান সাওরি (ওফাত ১৬১ হি.)

১১. কিতাবুজ জুহদ—আবদুল্লাহ ইবনুল মোবারক (ওফাত ১৮১ হি.)

১২. কিতাবু মুসা ইবনে ওকবা (ওফাত ১৪১ হি.)

১৩. জাফর ইবনে মুহাম্মাদ সদেক (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ১৪৮ হি.)

১৪. আররদ্দু আলা সিয়ারিল আওজাঈ, ইমাম আবু ইউসুফ (ওফাত ১৮৩ হি.)

১৫. কিতাবুররদ্দু আলা আহলিল মাদিনা, ইমাম মুহাম্মাদ (ওফাত ১৮৯ হি.)

১৬. কিতাবু ওয়াকি ইবনিল জাররাহ (ওফাত ১৯৬ হি.)

১৭. জামে সুফিয়ান ইবনে উয়াইনা (ওফাত ১৯৮ হি.)

১৮. মুসনাদে আবি দাউদ তয়ালিসি (ওফাত ২০৪ হি.)

১৯. ইমাম শাফেঈ (রহ.)-এর কিতাবসমূহ (ওফাত ২০৪ হি.)

২০. মাগাজিয়ে ওয়াকেদি (ওফাত ২০৪ হি.)

২১. মুসান্নাফে আব্দুর রাজ্জাক (ওফাত ২১১ হি.) এগারো খণ্ডের বিশাল কিতাবটিতে ১৯২০২ হাদিস রয়েছে।

২২. মুসনাদে হুমাইদি (ওফাত ২১৯ হি.)

এখানে উদাহরণস্বরূপ কিছু কিতাবের নাম উল্লেখ করা হলো। এ ছাড়া এ শতাব্দীর আরো অনেক কিতাব আছে।

লেখক : শিক্ষক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা

উম্মাহ২৪ডটকম: এসএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।