বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহম বলেছেন, দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক পূর্বসূরী জেল-জুলুমের শিকার হয়েছে। তাই জেলা-জুলুম উপেক্ষা করে দ্বীন কায়েমের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জেলে গিয়ে আমাদের হিম্মত ও সাহস বেড়েছে। বাতিল ও তাগুতের রক্ত চক্ষুকে ভয় না করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
তিনি গ্রেফতারকৃত দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আজ শরীয়তপুর সফরে গেলে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার নেতা কর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন এসময় এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খবির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা আনিসুর রহমান প্রমূখ। – বিজ্ঞপ্তি।
উম্মাহ২৪ডটকম: এমএ