এইচএসসি, আলিম ও সমমান পরিক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
আজ (১৩ ফেব্রুয়ারী) রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ অভিনন্দন জানান।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
অভিনন্দন বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। বর্তমানের শিক্ষার্থীরাই আগামীর সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মানে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা যেন সৎ, যোগ্য, আদর্শ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে উঠে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা যেন কোন অন্যায়-অপরাধে জড়িয়ে পড়তে না পারে অভিভাবকদের সেবিষয়ে সচেতন থাকতে হবে।
ছাত্র জমিয়ত সভাপতি উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীতে মেধাভিত্তিক নেতৃত্ব তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন।
উম্মাহ২৪ডটকম: এমএ