দীর্ঘ প্রায় ১০ মাস কারাবরণের পর গাজীপুরস্থ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
গতকাল সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে দলটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল জানান। এর আগে গত ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন।
গত বছরের ১৬ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীনকে আটক করে। এরপর তাকে হেফাজত সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
উম্মাহ২৪ডটকম: এসএএম
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com