Home কবিতা চিঠি দিও!

চিঠি দিও!

॥ মালেকা ফেরদৌস ॥

চিঠি দিও- গভীর সজল
আকাশের মত বৃষ্টির সৌগন্ধ্যমাখা
সবুজ নদীর মত স্বচ্ছ প্রশান্ত প্রবাহে
পাখির ডানার মত মেলে দেয়া ঢেউয়ে
দুপুরের রোদ আকুল উত্তাপে।

নিমজ্জিত বিপুল ঐশ্বর্যের সবটুকু দিও,
বিকশিত গোলাপের মত
প্রতিটি পাতায় ভেজা সবুজের
বিস্তারিত বৃক্ষের সুবাস পাঠিও।

চিঠি দিও- কিছু ফুল ফোটার
সবিস্তার বর্ণনা চাই আমি
নদী ও নিসর্গের অন্তরঙ্গ সংলাপের ছবি
দিও- তোমার সুশৃঙ্খল শব্দের ভেতর
যাযাবর পাখিদের কলরোলে দিও।

গাঁয়ের মসজিদে ভোরের আজান,
পলিময় আর্দ্র মৃত্তিকায় বেড়ে ওঠা
শস্যের নাম লিখে দিও ।

বর্ণের বিবরণ জানি আমি
নীল প্রজাপতি, ঘাসফড়িং
শাদা খাম ভরে দিও- লিখে দিও
চেনা- অচেনা অসংখ্যা নাম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।