মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন তুরস্কে বাস করা এক ফরাসি মা ও তার মেয়ে। শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন শহরের এক মসজিদে তারা ইসলাম গ্রহণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে দুইজন হিজাব পরা অবস্থায় মসজিদের ইমামের সামনে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
কালেমা শাহাদাত পাঠ করানোর আগে মসজিদের ইমাম তাদেরকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দেন। সাথে থাকা একজন দোভাষী ফরাসিতে ইমামের বক্তব্য তাদের কাছে অনুবাদ করে দেন। বেশ কয়েকজন মুসল্লি তাদের ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
ইমাম ও উপস্থিত মুসল্লিদের সহায়তায় ফরাসি মা ও মেয়ে একাধিকবার কালেমা শাহাদাত উচ্চারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ইসলাম গ্রহণের ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা মুবাশির
উম্মাহ২৪ডটকম: এমএ