মানুষের মধ্যে যতো ভালো গুণ আছে, তার মধ্যে বিনয় অন্যতম।যা মুমিনে বান্দার বিশেষ বৈশিষ্ট্য।
মানুষের জীবনে বিনয় সুখ সমৃদ্ধি বাড়ায়। অন্যের দৃষ্টিতে সর্বদা ভালোবাসা, শ্রদ্ধা-সম্মান ও মর্যাদায় অভিষিক্ত হয়। বিনয়ের মাধ্যমে সমাজে সহজে অন্যের সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসার সেতু তৈরি করা যায়।
পবিত্র কুরআনে বিনয়ীদেরকে আল্লাহ তায়ালা বন্ধু বলেছেন। ইরশাদ হচ্ছে, “তোমাদের বন্ধু তো আল্লাহ ও তাঁর রসূল এবং মুমিনবৃন্দ; যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্ “। (সুরা মায়েদা, ৫৫ আয়াত)।
অন্যত্রে ইরশাদ করেন, রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। (সূরা ফুরকান, ৬৩ আয়াত)।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আল্লাহর জন্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে করেন। (বায়হাকি, হাদীস নং- ৭৭৯০)।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
বিনয়ী মানুষ নিজের চোখে ছোট হলেও অন্যদের চোখে অনেক বড় বিবেচিত হয়। অতএব, মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনয় প্রকাশ পায়। তার কথা-বার্তা, ওঠা-বসা, আচার-আচরণ ও অন্যান্য সকল কাজে-কর্মে বিনয় থাকে।
বিনয়ের ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্কের অনেক সংকটের সহজে সমাধান হয়, পারস্পরিক হৃদ্যতা, আন্তরিকতা, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আত্মিয়তা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হয়।
বিশেষ করে যারা রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বে নিয়োজিত আছেন, তারা জনগণ এবং সাধারণ মানুষের জন্য বিনয়ী হয়ে সেবা প্রদান করবে; এটাই সকলের প্রত্যাশা।
আল্লাহ পাক কবুল করুন। আমীন।
লেখক: ছাহেবজাদা- রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এবং মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা।
উম্মাহ২৪ডটকম: এসএএম