আমিরাতের ঐতিহ্যবাহী এক পল্লীতে বাস করেন ভারতীয় ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফির তিন ধরনের সবকটিতেই দক্ষ তিনি। কুফি, সুলস ও নুসুখসহ সব রকম ক্যালিগ্রাফিতে সমান পারদর্শী তিনি। ক্যালিগ্রাফিতে আগ্রহী পর্যটকদের নিজ ঘরে শেখান মুহাম্মদ আতিক আনসারি নামের এ শিল্পী।
আরবি ভাষায় কথা বলতে না পারলেও আরবি ক্যালিগ্রাফিতে তার দক্ষতা ছিল খুবই সমাদৃত। ছোটবেলায় আগ্রহ করে মাত্র সাত বছর বয়সে বিভিন্ন ভাষার লিপি শুরু করেন। মোম্বাই শহরে তিনি ফার্সি, উর্দু ও ফার্সি লিপি শিখেন। সেখানে থাকাকালে সাগর পাড়ের বালুতে তিনি উর্দু ও ফার্সি ভাষায় লিখতেন। পবিত্র কোরআন হিফজের পর তিনি আরবি ভাষা শেখা শুরু করেন। এরপর তিনি আরবি ক্যালিগ্রাফি পারদর্শীতা অর্জন করেন।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
মহান আল্লাহর নাম, কোরআনের আয়াত, আসমাউল হুসনাসহ নানা কিছু আরবি ক্যালিগ্রাফিতে রচনা করেন। তবে প্রথাগত রীতি অনুসরণ না করে একটি অনন্য সাধারণ লিপিতে এসব লিখেন তিনি। ১২ বছর আগে আমিরাতে এসে তিনি এ শিল্পচর্চাকে আরো বিস্তৃত করেন। আরবি ক্যালিগ্রাফি প্রেমিকদের কাছে তিনি হয়ে ওঠেন অনন্য ব্যক্তিত্বে।
সূত্র: আল আরাবিয়া।
উম্মাহ২৪ডটকম: এসএএম