আবু তালহা তোফায়েল: ছাত্র জমিয়ত বাংলাদেশ হরিপুর শাখার উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে শাখা সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি যুবায়ের আহমদের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। বিশেষত জমিয়তের নেতৃবৃন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত সশস্ত্র যুদ্ধ করেছেন। জমিয়তকে মায়নাস করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক সংগঠনের নিবন্ধন বাতিল করলেও তার সংগঠন আওয়ামীলীগ এবং জমিয়তের নিবন্ধন বাতিল করেননি।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে উলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা’ করেন,সিলেট জেলা জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা জফির উদ্দীন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি ছাত্রনেতা মাওলানা লুকমান হাকিম, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হাফিজ জামাল উদ্দীন, সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ, যুবনেতা মাসুম আল মাহদী, জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা জুনাইদ আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের পাঠাগার সম্পাদক ফয়সল আহম।
এছাড়াও বক্তব্য প্রদান করেন, সেলিম আহমদ,রায়হান আহমদ, সুফিয়ান আহমদ প্রমূখ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জমিয়তের সভাপতি মাও.কুতুব উদ্দিন, সহ-সভাপতি শাইখুল হাদীস মুফতী মঈনুদ্দিন, ইউ/পি জমিয়তের সেক্রেটারি মাও.ইবরাহিম আলী, ৫নং ফতেপুর ইউ/পির চেয়ারম্যান আব্দুর রশিদ, নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল হক স্যার এবং ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯ ইউ/পি সদস্য।
পরিশেষে মুফতি মঈনুদ্দিন-এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ