বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, পাকিস্তান কর্তৃক আমরা দীর্ঘ দিন অধিকার বঞ্চিত ছিলাম। তাদের দ্বারা বিভিন্নভাবে জুলুমের শিকার হয়ে আমরা যালেমদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হই। ছিনিয়ে আনি লাল সবুজের বিজয়। কিন্তু বাংলাদেশ নামে একটি স্বাধীন মানচিত্র পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি। দীর্ঘ ৫০ বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। প্রকৃত স্বাধীনতা পেতে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
আজ (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী উদ্দ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা এহসানুল হকসহ গ্রেফতারকৃত আলেম-উলামা ও নেতা কর্মীদের নিঃশর্ত দ্রুত মুক্তি দিতে হবে।
মাওলানা মুশাহিদুর রহমান বলেন, এ দেশে পাকিস্তান আমলেও জুলুমের কাজ চলেছে। পাকিস্তানরা আমাদের বাংলাদেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা ও আটক করেছে। তদ্রƒপ এ সরকার এখন এ দেশের আলেম এবং বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা ও আটক করছে। যা খুবই দুঃখের বিষয়। আমরা এর অবসান চাই।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী এবং সভা পরিচালনা করেন ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা আব্দুল মুমিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কাতার শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মুশাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ ও মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, মহানগরের বায়তুল মাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ঢাকা মহানগর সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ