কলরবের নবীপ্রেমের সংগীত ‘ইশকে নাবী জিন্দাবাদ’ দর্শকপ্রিয়তা পেয়েছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) হলি টিউনের ইউটিউব চ্যানেল সংগীতটি প্রকাশ পায়। প্রকাশিত হওয়ার পরই তা দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম দিনেই ৫ লাখের বেশি দর্শক দেখেছে।
ইশকে নাবী জিন্দাবাদ সংগীতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আহমদ আবদুল্লাহ। সংগীতটি লিখেছেন ইসলামী সংগীতের জনপ্রিয় গীতিকার লেখক সাইফ সিরাজ। সুর করেছেন নান্দনিক গীতিকার ও সুরকার আহমদ আবদুল্লাহ। ভিডিও মেকিং করেছেন এইচ আল হাদী। সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা।
ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের কাছে ভালো রেসপন্স পেয়েছে সংগীতটি। ইউটিউবে হলি টিউন চ্যানেলে মতামত দিয়েছেন ৮ হাজারের বেশি শ্রোতা।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
কলরবের পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেছেন, কলরবের পক্ষ থেকে সব সময়ই ব্যতিক্রমী ও উন্নত মানের সংগীত প্রকাশ পায়। নবীপ্রেমের নিদর্শন হিসেবে এ সংগীতেও আছে ভিন্নতা। বিশেষত এর সুর যে কারো হৃদয়ে নবীপ্রেমের জাগরণ তৈরি করবে।
সংগীতটির অন্যতম গায়ক সাঈদ আহমাদ বলেছেন, প্রিয় নবী মুহাম্মাদ (সা.)-এর ভালোবাসা নিয়েই সংগীতটি আমরা গেয়েছি। সংগীতের মাধ্যমে শ্রোতাদের মধ্যে নবীপ্রেম তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য।
হলি টিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, প্রতিবছর কলরব শিল্পীদের নিয়ে হলি টিউনে অনেক সংগীত প্রকাশিত হয়। এ বছরের ‘ইশকে নাবী জিন্দাবাদ’ তারই অংশ। সংগীতটি কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে। আশা করছি ‘ইশকে নাবী জিন্দাবাদ’ দর্শকদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় স্থান করে নেবে।
উম্মাহ২৪ডটকম: আইএএ