ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র হিমেল হামিদের সন্ধান পাওয়া গেছে। তিনি বর্তমানে টাঙ্গাইল জেলা কারাগারে রয়েছেন।
হিমেলের বাবা বিল্লাল শিকদার আজ সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বলেন, ‘হিমেল টাঙ্গাইল কারাগারে আছে। শুনেছি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার অপরাধে তাকে ১ মাসের জেল দেওয়া হয়েছে।’
গত শুক্রবার বিশ্ববিদ্যালয় হল থেকে টাঙ্গাইলের সখিপুরে নিজ বাড়ি ফেরার কথা বলে নিখোঁজ হন রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র হিমেল। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
গত শনিবার তার এক চাচাতো ভাই এ ব্যাপারে ঢাকার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
জানা যায়, শুক্রবার সকালে হিমেল খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক নিয়োগ পরীক্ষায় টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট সেন্টারে রেজওয়ান নামের একজনের হয়ে অংশগ্রহণ করেন। কিন্তু প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারা না মেলায় তাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তার সঙ্গে একটি ইলেকট্রনিক্স ডিভাইসও পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল রাব্বী বলেন, ‘আটকের পর হিমেল অপরাধ স্বীকার করেন। সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।’
তবে হিমেল আদালতের কাছে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেননি বলে জানান তিনি।
উম্মাহ২৪ডটকম: এসএএম