বরাবর,
ফতোয়া বিভাগ, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম।
বিষয়ঃকালিমায়ে তাইয়্যেবা প্রসঙ্গ।
জিজ্ঞাসা নং ২৩৭৭২: মুহতারাম, আমাদের এলাকার জনাব মাওলানা মোস্তফা নোমানী সাহেব বলেছেন যে, لا اله الا الله محمد رسول الله এই কালিমা পাঠ করা শিরক। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি কোন হাদিসে বর্ণিত নেই। ইহা শিয়া সম্প্রদায় চালু করেছে মুসলমানদের ইমান আমল নষ্ট করার জন্য। আর এই কালেমা ব্যবহার করেই কাদিয়ানীরা মানুষকে কাফের বানাচ্ছে।
এখন আমার জানার বিষয় হল যে, নোমানী সাহেব এর এই বক্তব্য সঠিক কি না ? প্রমাণসহ বিস্তারিত জানতে ইচ্ছুক।
প্রশ্নকারী- মুহাম্মদ হিরো মাস্টার, বরগুনা।
ফতোয়া নং ২৩৭২৯
ফাতওয়া বিভাগ : দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
সমাধানঃ নির্ভরযোগ্য হাদিস ও তাফসীরের কিতাব অধ্যায়ন করে জানা যায় যে, কালিমায়ে তাইয়্যেবা তথা لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তবেঈন ও আইম্মায়ে মুজতাহিদীন থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে। তাই নোমানী সাহেবের বক্তব্য সঠিক নয়। ইহা তার পথভ্রষ্টতা।
উল্লেখ্য যে, কা’বা শরিফের গিলাফে لا اله الا الله محمد رسول الله এই কালিমা হাজার বছর ধরে শতাধিক জায়গায় লিপিবদ্ধ রয়েছে। যা এ কথার প্রমাণ বহন করে যে, উপরোক্ত কালিমাটি কোন শিরকী কালিমা নয়।
প্রমাণাদি-
ফতোয়া লেখক:
মুহাম্মদ জাকারিয়া বিন হাবিব (বরগুনা)।
শিক্ষার্থী, ইফতা সমাপনী বর্ষ, ১৪৪২-৪৩হিঃ
দারুল উলূম হাটহাজারী চট্রগ্রাম।
তাং০৮/০৭/২০২১ইং
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
ফতোয়া সত্যায়নকারী মুফতিবৃন্দ:
১/ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী
মুফতি আ’জম বাংলাদেশ ও বিশিষ্ট মুহাদ্দিস- দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
২/ আল্লামা মুফতি নূর আহমাদ, প্রধান মুফতি, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
৩/ শাইখুল হাদিস আল্লামা হাফেয জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদিস ও শিক্ষা সচিব, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
৪/ আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, মুহাদ্দিস ও মহাপরিচালক, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
৫/ আল্লামা মুফতি জসিম উদ্দিন, মুফতি ও মুহাদ্দিস এবং সহকারী পরিচালক, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
৬/ আল্লামা মুফতি ফরিদুল হক, মুফতি ও মুদাররিস, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
৭/ আল্লামা মুফতি হুমায়ুন কবির, মুফতি ও মুদাররিস, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ