একটি সুন্দর দৃশ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তরুণ আলেমদের বার্ষিক পুনর্মিলনীর চিত্র। বেশ কয়েক বছর ধরে প্রতিবছর এটা হয়। একেক সময়ে একেক প্রদেশে। কখনো ক্যালিফোর্নিয়ায়, কখনো সানফ্রান্সিসকোতে; এবার হচ্ছে নিউইয়র্কে।
এই একঝাঁক আলেমের কেউ কেউ সাউথ আফ্রিকায়, কেউ ক্যানাডায়, কেউ ফ্রান্সে, কেউ লন্ডনে কর্ম উপলক্ষে থাকেন। ‘বাড়ি’ তাদের আমেরিকায়। গ্রামের বাড়িতে ফিরে বিভিন্ন জেলা পর্যায়ের পেশাজীবীরা যেমন একসঙ্গে হয়, ঠিক তেমনি মার্কিন নাগরিক কিন্তু ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে দ্বীনি কাজে নিয়োজিত, তারা একসঙ্গে হয়েছেন। গতকাল থেকে আজ, দুদিনের এই মজলিসের ছবিটি পাঠালেন আমাদের প্রিয় মাওলানা আনাস জামালউদ্দিন।
এদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমেরিকার অভিবাসী, এবং পরবর্তী সময়ে সেখানকার নিয়মতান্ত্রিক নাগরিক।
একঝাঁক আমেরিকান নাগরিক তরুণ আলেম বাড়ি ফিরে এক সঙ্গে বসছেন, গল্প করছেন, সুখ-দুঃখের খবর নিচ্ছেন। দৃশ্যটার মর্ম অনেক আশাব্যঞ্জক, ইনশাআল্লাহ। সম্ভাবনা সৌন্দর্য এবং বিস্তৃতির দিগন্তবিস্তারী চোখে দেখলে এই দৃশ্যটায় অনেক সুখ।
– মাওলানা শরীফ মুহাম্মদ
লেখক, সাংবাদিক ও ইসলামি চিন্তক।
[ফেসবুক পোস্ট]
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com