প্রশ্ন : জানাযার নামাযে কিছু মানুষ জুতা খুলে তার ওপর দাঁড়ায়। কিছু লোক জুতা পরে দাঁড়ায়। আবার কেউ খালি পায়ে দাঁড়ায়। সঠিক নিয়ম কী?
– আব্দুল বাকি, ব্রাহ্মণবাড়িয়া।
উত্তর : জানাযার নামায অথবা অন্য কোনো নামাযে যদি জুতা-স্যান্ডেল পায়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহর রাসূল জুতা পরে নামায পড়েছেন হাদিসে প্রমাণিত। তবে মনে রাখতে হবে, জুতা-সেন্ডেল অবশ্যই পবিত্র হতে হবে, তাতে কোনো নাপাক বস্তু যেন লেগে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।
হ্যাঁ, যদি জুতা খুলে তার ওপরে দাঁড়ায় এবং জুতার নিচের অংশে কোনো নাপাকি লেগে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। ইসলামিক স্কলাররা এমন জিনিসের ওপর নামায পড়া জায়েয ফতোয়া দিয়েছেন, যার ওপরের অংশ পাক এবং নিচের অংশ নাপাক।
সম্ভবত এ সতর্কতার কারণেই কেউ কেউ খালি পায়ে আবার কেউ কেউ জুতার ওপর পা রেখে দাঁড়ান। এ রকমের সতর্কতা যৌক্তিক। তবে জুতা যদি পবিত্র হয়, তাহলে জুতা পরে নামায পড়লে শরয়ী কোনো সমস্যা হবে না।
তথ্যসূত্র: বুখারি শরিফ, খণ্ড-১, পৃষ্ঠা-৫৬, কাবিরি, পৃষ্ঠা-২০৬, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-১৮০।
উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী
খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com