মক্কার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের সারির সংখ্যা বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ওমরা পালনকারীদের সংখ্যা বাড়াতে নতুন ২৫টি সারি যুক্ত করা হয়েছে। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে নতুন সারি যুক্ত করা হয়।
সামাজিক দূরত্ব মেনে সুষ্ঠুভাবে ওমরাযাত্রীদের তাওয়াফের জন্য নতুন সারিগুলোতে স্টিকার যুক্ত করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বিশেষ চাহিদাসম্পন্ন লোকদের জন্য তাতে ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে পবিত্র কাবা শরিফের চত্বরে ও পাশে নতুনকরে নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বেশি সংখ্যক মুসল্লির নামাজের ব্যবস্থা করতে নামাজের স্থান আগের মতো বাড়ানো কার্যক্রম চলছে।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
প্রতিবন্ধী পরিচালনা বিভাগের মহাপরিচালক আহমেদ আল বারাকতি বলেন, পবিত্র মসজিদুল হারামে কয়েক ধাপে প্রতিবন্ধীদের সারি তৈরির কাজ চলছে। পবত্রি মসজিদ পরিচালনা পর্ষদ মুসল্লিদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে।
সম্প্রতি পবিত্র দুই মসজিদের মুসল্লিদের সেবা দিতে বিভিন্ন বিভাবের ছয় শতাধিক নারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে মসজিদ পরিচালনা পর্ষদ। নারী উন্নয়ন বিভাগের উপপরিচালক ড. আল আনুদ বিনতে খালিদ আল আবুদের তত্ত্বাবধানে নারী কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়েছে।
সূত্র: আরব নিউজ
উম্মাহ২৪ডটকম: এসএএ