পবিত্র কোরআন মুখস্থ সমাপ্ত হওয়ার মুহূর্তকে নানাভাবে স্মরণীয় রাখার ঐতিহ্য প্রাচীনকাল থেকে চলে আসছে। সাধারণত ওই সময় শিশু-কিশোরদের বাবা-মায়ের আনন্দের সীমা থাকে না। আর সেই প্রতিষ্ঠানের প্রতি তৈরি গভীর প্রেম ও ভালোবাসা।
ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যাকার রাফাহ এলাকায় পবিত্র কোরআনের হাফিজদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এতে ১৪০ জনের বেশি হাফিজ অংশ নেয়।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
রাফাহ এলাকার আল আবরার মসজিদ কর্তৃপক্ষ কোরআন হিফজের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, শিশুদের পবিত্র কোরআন হিফজ ও ইসলামী পাঠদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ র্যলি অনুষ্ঠিত হয়।
সূত্র: আল জাজিরা।
উম্মাহ২৪ডটকম: আইএএ