Home ইসলাম স্থাপত্য পুরস্কার পেল ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ

স্থাপত্য পুরস্কার পেল ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ

ছবি- সংগৃহিত।

ইউরোপের প্রথম পরিবেশবান্ধব ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ জাতীয় স্থাপত্য পুরস্কার পেয়েছে। অনিন্দ্য সুন্দর এ স্থাপনাকে ২০২১ সালে  স্বীকৃতি দিয়ে জাতীয় পুরস্কার প্রদান করেছে রয়েল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেকস (আরআইবিএ)।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ এলাকার পরিবেশবান্ধব মসজিদসহ নতুন ৫৪টি স্থাপনাকে বিশেষ স্বীকৃতি প্রদান করে যুক্তরাজ্যের স্থাপত্য প্রতিষ্ঠান আরআইবিএ। ১৯৬৬ সাল থেকে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সেরা নতুন ভবনগুলো স্বীকৃতি দিয়ে আসছে। ঐতিহ্য বজায় রেখে ভবনের অত্যাধুনিক নকশা ও অর্থনৈতিক প্রবণতার প্রতি লক্ষ্য করে এ স্বীকৃতি দেওয়া হয়। 

ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ প্রকল্পের প্রশংসা করে জুরি বোর্ডের সদস্যরা বলেন, ‘টেকশই ও আধুনিক উপকরণ ব্যবহার করে স্থাপত্যবিদ্যা কিভাবে ধর্মীয়, সাংস্কৃতিক দর্শন ও ঐতিহ্যকে ধারণ করে এটি এর উজ্জ্বল দৃষ্টান্ত।’ 

আরও পড়তে পারেন-

তাঁরা আরো বলেন, ‘একুশ শতকের ব্রিটিশ মসজিদটি অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে স্থান ও সময় উভয়ের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। মুসলিম ও ধর্মীয় স্থাপনা অনুসরণ করে তা তৈরি করা হয়। বিশ্ববিখ্যাত ধর্মীয় স্থাপনার ঐতিহ্য ধারণ করে ক্যামব্রিজের এ মসজিদটি পুরস্কার অর্জন করে।’ 

২০১৯ সালে ২৪ এপ্রিলে ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ হিসেবে ক্যামব্রিজের সেন্ট্রাল মসজিদ চালু হয়। ২০০৮ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের প্রভাষক ড. আবদুল হাকিম মুরাদ (পূর্ব নাম : টিমোথি উইন্টার) প্রকল্প বাস্তবায়নে অনুদান সংগ্রহ শুরু করেন। এর অনুদানের দুই-তৃতীয়াংশ তুরস্ক থেকে দেওয়া হয়। ২০১৬ সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালে তা শেষ হয়। মসজিদ চালুর পর একই বছর ৫ ডিসেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান মসজিদ পরিদর্শনে আসেন এবং সেখানে কোরআন তেলাওয়াত করেন।

সূত্র: দ্য ন্যাশনাল।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।