স্কুলে মোবাইল-ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদির শিক্ষা মন্ত্রণালয়। অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি প্রকাশ করলে বা মর্যদাহানি করলে নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে চড়া মূল্যের জরিমানা আরোপ করা হয়েছে। গত ৩১ আগস্ট (মঙ্গলবার) এক বিবৃতিতে সৌদির বার্তা সংস্থা এ খবর জানায়।
সৌদি গেজেটের খবরে জানা যায়, সৌদিতে গত ২৯ আগস্ট থেকে টিকা নেওয়া শিক্ষার্থীদের নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতি অনলাইনে আপডেট রাখতে মোবাইলে ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
অবশ্য স্কুল কর্তৃপক্ষের মূল্যায়নের প্রয়োজন সাপেক্ষে শিক্ষার্থীর স্বাস্থ্য পরিস্থিতি নিশ্চিত করতে মোবাইন আনার অনুমোদন দেওয়া হয়। তবে মোবাইল স্কুল কর্তৃপক্ষের কাছে জমা রাখা হবে বলে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের নতুন এ নির্দেশনা পালন করতে বলা হয়। মোবাইল-ফোনের অপব্যবহার করে কারো গোপনীয়তা বা মর্যাদার ক্ষতি করলে তাকে সর্বোচ্চ এক বছরের জেল ও পাঁচ লাখ রিয়াল (১৩৩.৩০৪ ডলার) জরিমান করা হবে।
তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কর্মক্ষেত্রের কারো ছবি তোলা, মর্যাদাহানি করলে বা কোনো ধরনের ক্ষতি করলে বা এ ধরনের কোনো কিছু প্রকাশ করলে তা গোপনীয়তা লঙ্ঘন বলে বিবেচিত হবে।
মোবাইল ব্যবাহার নিষেধাজ্ঞার এ নির্দেশনা স্কুলের অনেক শিক্ষার্থীর কাছে প্রশংসিত হয়। তারা মনে করছেন, এর মাধ্যমে তাদের অনুমোদন ছাড়া তাদের ব্যক্তিগত ছবি কেউ প্রকাশ করতে পারবে না।
সূত্র: সৌদি গেজেট।
উম্মাহ২৪ডটকম: এমএ