।। মালেকা ফেরদৌস ।।
এখন তোমাকে দেখার জন্য
আমার তৃষ্ণা বেড়ে যায় প্রতিদিন।
জন্মান্তর থাকলে আমি বৃক্ষ হতাম
আলতা রাঙা ভোর অতল সন্ধ্যায়
অপেক্ষার মোম হয়ে মিশে যেতাম
প্রকৃতি মৃত্তিকায়, কেবল-
তোমার জন্য এই শব্দের কলরোল-
কখনও ছবি কখনও কুয়াশা
সাগর, নিলয়,- উদ্যানের সুগন্ধ কখনও বকুল।
তোমাকে দেখার জন্য আমার কবিতারা
দিকভ্রান্ত পাখি আকাশে আকাশে,
চাঁদের জ্যোৎস্না নামে ফুলের বাগানে
চারদিকে ফিসফাস – কি কথা কাহার সনে?
তোমাকে দেখার জন্য স্রোতবেগহীন
নদীরা জেগেছে স্বচ্ছতোয়া।
প্রাচীন ভারতবর্ষ থেকে মেঘেরা এসেছে,
তোমার জন্য, বৃষ্টি নেমেছে
বহুদিন পর, বিস্তৃত মাঠ ভরে গেছে
তৃণ-গুল্মে, সতেজ ঝোঁপ-ঝাড়
হারিয়ে যাওয়া পাখিরা ফিরেছে নীড়ে।
বহুকাল পর, তোমার জন্য
চোখের একবিন্দু জল আলোর বৃত্তের মত
জ্বলে উঠল আজ….।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com