পবিত্র মসজিদুল হারামে প্রদত্ত খুতবা বিশ্বের পাঁচটি ভাষায় শোনা যায়। ১৪৪৩ নতুন হিজরি বছর থেকে ইংরেজিসহ পাঁচটি ভাষায় অনুবাদ খুতবা অনুবাদের কার্যক্রম শুরু হয়েছে। আজ জুমার খুতবা ও নামাজ পড়িয়েছেন শায়খ ড. মাহির বিন হামাদ আল মুআইকলি।
জুমার খুতবা বিশ্বের সব মুসলিমদের কাছে পৌঁছে দিতে পবিত্র দুই মসজিদের পরিচালনা প্রতিষ্ঠান দ্য জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদ কার্যক্রম শুরু করেছে। আরবি ভাষাসহ আরো পাঁচটি ভাষায় তা অনুবাদ করা হয়। যেসব ভাষায় জুমার খুতবা শোনা যাচ্ছে তা হলো : ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই। মানারাত আল হারামাইন ডিজিটাল প্লাটফর্ম থেকে অনুবাদ সম্প্রচার করা হয়। লিংকে ক্লিক করে পাঁচ ভাষার যেকোনো একটিতে ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
এদিকে শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় ব্যাখ্যার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।
সূত্র: হারামাইন ওয়েবসাইট।
উম্মাহ২৪ডটকম: এসএএ