শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে সৌদির মক্কার ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদ। শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার্থে ইশারা ভাষায় খুতবা ব্যাখ্যার জন্য ইতিমধ্যে একটি বিশেষ হলরুম বরাদ্দ দেওয়া হয়েছে।
আরব নিউজের খবরে জানা যায়, পবিত্র মসজিদুল হারামের প্রথম তলার সম্প্রসারিত কিং ফাহাদ চত্বরের শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য এ সেবা শুরু করা হয়। এখানে জুমার দিন খুতবার ইশারা ভাষায় অনুবাদ করা হবে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সেবা দিতে গত এক দশক যাবত কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। বিশ্বব্যাপী আরাফার খুতবার মূলমর্ম ছড়িয়ে দিতে ১০ ভাষায় অনুবাদ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবায় নানা উদ্যোগ নেওয়া হয়।
সূত্র: আরব নিউজ।
উম্মাহ২৪ডটকম: আইএএ