নতুন হিজরি সন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক টুইট বার্তায় তুরস্ক ও বিশ্বের সব মুসলিমের প্রতি তিনি এ শুভেচ্ছা জানান।
তুর্কি ভাষায় লেখা এক টুইট বার্তায় এরদোয়ান বলেন, ‘১৪৪৩ হিজরি সন উপলক্ষে আমি অন্তরের অন্তস্থল থেকে তুর্কি জাতি ও বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি।’
এরপর তিনি সবার কল্যাণ কামনা করে আরো লেখেন, ‘মহান আল্লাহর কাছে আমি নতুন বছরে পুরো মানবজাতির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
শুভেচ্ছা বার্তার শেষে এরদোগান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। টুইট বার্তায় ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদের ছবি সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।
উম্মাহ২৪ডটকম:এমএ