রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর দীর্ঘ দিন সহচর্যে থাকা প্রখ্যাত আলেমে-দ্বীন এবং রাজধানী ঢাকার অন্যতম বিখ্যাত জামিয়া মাদানিয়া বারিধারার সাবেক মুহতামিম হযরত আল্লামা নাজমুল হাসান কাসেমী (হাফি.) কর্তৃক প্রতিষ্ঠিত মারকাজি মাদরাসা ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’র সকল বিভাগে ছাত্র ভর্তি চলছে।
রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর নামকে স্মরণীয় করা এবং তাঁর নীতি-দর্শনকে সমুন্নত রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটির এই নাম দিয়েছেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসেমী। চলতি ২০২১ খ্রীস্টাব্দের মার্চ মাসে প্রতিষ্ঠা পাওয়া উত্তরার এই মাদরাসাটিতে ইবতেদায়ী থেকে তাখাসসুসাত পর্যন্ত সকল বিভাগই খোলা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নাজমুল হাসান কাসেমী জীবনের দীর্ঘসময় পর্যন্ত বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে ছিলেন। বারিধারা মাদ্রাসায় নায়েবে মুহতামিম এবং আল্লামা কাসেমী (রহ.)এর মৃত্যুর পর ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বও পালন করেন তিনি।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রম প্রসঙ্গে উম্মাহ’কে আল্লামা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’; এটি একটি অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ইলমি ময়দানে দীর্ঘ দিনের অভিজ্ঞ ও প্রজ্ঞাবান আল্লামা নাজমুল হাসান কাসেমী (হাফি.)এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এক ঝাঁক নবীন-প্রবীণ ও যোগ্য শিক্ষকের ত্যাগ, মুজাহাদা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত আমানতদারী ও মেহনতের সাথে ছাত্রদের দ্বীনের যোগ্য ও আদর্শ রাহবার হিসেবে গড়ে তোলাই হবে এ প্রতিষ্ঠানের মুখ্য লক্ষ্য ও উদ্দেশ্য।
মাদ্রাসার অধিকাংশ শিক্ষক দারুল উলূম দেওবন্দের ফারেগ উল্লেখ করে আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসেমী বলেন, প্রকৃত দেওবন্দী আদর্শ ও চিন্তা-চেতনার লালনকারী হিসেবে তিনি ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’কে পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ।
জামিয়াতুন নূর আল কাসেমিয়ার উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষক-
- শাইখুল হাদিস আল্লামা নাজমুল হাসান কাসেমী
- শাইখুল হাদিস আল্লামা হেমায়েত উদ্দিন
- শাইখুল হাদিস মুফতি মাহবুবুল্লাহ কাসেমী
- মুফতি হাবিবুর রহমান কাসেমী
- মুফতি ওয়ালিউল্লাহ নূর, ইমাম বাইতুন নূর জামে মসজিদ উত্তরা ঢাকা
- মাওলানা আশেক মাহমুদ (সাবেক মুহাদ্দিস মুস্তফাগঞ্জ মাদরাসা মুন্সিগঞ্জ)
- মুফতি আব্দুল জলিল (মুহাদ্দিস রওজাতুসসালিহাত মহিলা মাদরাসা)।
- মাওলানা মোস্তাফিজুর রহমান কাসেমি (শায়খুল হাদিস সালামবাগ মাদরাসা)
- মাওলানা আব্দুর রহমান
- আদিব মাওলানা তাহমিদুল হক
- মুফতি শামসুর রহমান কাসেমী
- মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম
- মাওলানা মুহাম্মদ আসেম
- মাওলানা সাখাওয়াত হোসাইন
আল্লামা হাফেজ নাজমুল হাসান জানান, পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে আরো ১২ জন যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, ইনশাআল্লাহ।
জামিয়াতুন নূর আল কাসেমিয়ায় মক্তব, হিফজ, ইবতেদায়ী থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা (ইফতা), আরবী সাহিত্য (আদব) ও হাদীস গবেষণা (উলূমুল হাদীস) বিভাগে আবাসিক/অনাবাসিক ছাত্র ভর্তি করা হয়ে থাকে। করোনা পরিস্থিতি চলার কারণে সরাসরি মাদ্রাসা ক্যাম্পাসে এসে অথবা ফোন-অনলাইনেও ভর্তির আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
মাদরাসার ঠিকানা: বাসা#২৪, রোড#১৪, সেক্টর#১২, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
যাতায়াত: উত্তরা হাউস বিল্ডিং থেকে ১২নং সেক্টর খালপাড় নেমে ১৪নাম্বার রোড ২৪ নাম্বার বাসা।
টেলি-যোগাযোগ: ০১৭৭৭৪৪১০০৭ (মাওলানা আসিম), ০১৭৭৩৪৪৩০৪৩(অফিস), ০১৮১০১১৪৯৭৩(অফিস)।
উম্মাহ২৪ডটকম: এমএ