অটোরিকশা করে প্রতিদিন মসজিদুল আকসায় যাতায়াত করেন ফিলিস্তিনি নারী নাফিসা খুওয়াইস। মসজিদুল আকসায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান ৬৬ বছর বয়সী বৃদ্ধা। কিন্তু ইসরায়েলি দখলদার সৈন্যরা তাঁর মসজিদে প্রবেশ নিষিদ্ধ করে। এখন তিনি অটোরিকশা নিজে চালিয়ে মসজিদের নিকটতম স্থানে গিয়ে নামাজ আদায় করেন।
খুওয়াইস নিজের মনে দুঃখ প্রকাশ করে বলেন, ‘মসজিদুল আকসায় নিয়মিত যেতে আমি অটোরিকশা কিনি। যেন সেখানে গিয়ে জামাতে সব নামাজ পড়তে পারি। সহজেই যেন মসজিদে চলে যেতে পারি।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
তিনি কান্না করে বলতে থাকেন, কিন্তু দখলদার সৈন্যরা মসজিদের এক শ মিটারের বেশি দূরত্ব পর্যন্ত আমার যাতায়াত নিষিদ্ধ করে। যাওয়ার সময় আমি মসজিদগামী প্রবীণ-বৃদ্ধদের ডেকে একসঙ্গে যাই। বাব আল আসবাত পর্যন্ত তাদের নিয়ে যাই।
গত ২২ জুলাই ইসরায়েলের ইহুদি উগ্রপন্থীদের কথিত ‘হাইকাল’-এর ধ্বংসাবশেষ স্মরণে বিশেষ আয়োজন করে। তখন বিশাল আয়োজন করে তারা মসজিদুল আকসা চত্বরে সমবেত হয়। তাদের এ দৃশ্য দেখে খুওয়াইস ধৈর্য ধারণ করতে পারেননি। সূত্র: আল জাজির।
উম্মাহ২৪ডটকম: আইএএ