আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে ঈদু আজহায় ১০ হাজারের বেশি দর্শনার্থী ও মুসল্লি এসেছেন। অনন্য স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি পরিদর্শনে প্রতিদিন মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশের পর্যটকরা এসে থাকেন।
আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে এবারের ঈদুল আজহার ছুটিকালীন সময়ে দুবাইয়ের বিখ্যাত এ মসজিদে ২ হাজার ৫৩০জন মুসল্লি নামাজ আদায়ে এসেছেন। এছাড়াও মুসলিম ও অমুসলিম ৮ হাজার ৫৪২ জন দর্শনার্থী মসজিদটি পরিদর্শনে এসেছেন।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে এসে পর্যটকরা মসজিদের স্থাপত্যশৈলী সম্পর্কে জানতে পারেন। এছাড়া ইসলামের উদার মনোভাব ও সহাবস্থানের বার্তা লাভ করেন। মসজিদের কালচারাল সেন্টারে আরবি ও ইংরেজি ভাষায় ৪৮টির বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রমণ আয়োজিত হয়।
শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র। ইসলামী স্থাপত্যরীতি ও আধুনিক প্রকৌশলবিদ্যার সংমিশ্রণে এর নকশা করা হয়। বিশ্বব্যাপী ইসলামের ইতিবাচক দর্শন উপস্থাপন ও প্রচার-প্রসারে এই মসজিদের অগ্রণী ভূমিকা রয়েছে। এছাড়াও বৈশ্বিক সংলাপের প্লাটফর্ম তৈরি, বৈচিত্রপূর্ণ সংস্কৃতির সেতুবন্ধন স্থাপন এবং সহনশীল ও শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের লক্ষ্যে মসজিদটি কাজ করছে।
করোনা মহামারি সংক্রমণ রোধে দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। মসজিদের অভ্যন্তরে দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও ভিড় এড়ানোসহ সব ধরনের স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ।
সূত্র: খালিজ টাইমস।
উম্মাহ২৪ডটকম: আইএএ