মক্কার পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন বালিলাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ সম্মাননা স্মারক প্রদান করেন।
গত ১৯ জুলাই আরাফার ময়দানে তিনি হজের খুতবা প্রদান করেছেন। এরপর দিন তিনি কাবা প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজে ইমামতি করেছেন। সব দায়িত্ব সুন্দরভাবে পালন করায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
শায়খ বান্দার বিন বালিলাহ তায়েফ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। ২০১৩ সাল থেকে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাকে দেশটির কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: হারামাইন ওয়েবসাইট।
উম্মাহ২৪ডটকম: আইএএ