।। মালেকা ফেরদৌস ।।
বোধিবৃক্ষের তলে বুদ্ধার পাশে-
একবার বসে ছিলাম।
যদিও আমি ছিলাম ভীষণ অজ্ঞ,
সিনাইয়ের ইতিহাস জানি
জানি কীভাবে পুড়লো মুসার তুর।
আরবের মহৎযুগের কথা বিশ্বাসীদের
মুখে মুখে, তবুও আমি অন্ধ বধির।
আমার নবীকে(সাঃ) বিশ্বাসে টানি
বুকের ভেতরে সদা অধীর!
উম্মাহ২৪ডটকম: এমএ