আজকাল তরুণদের মধ্যে টিকটক, লাইকির মতো অনেক অ্যাপস ব্যবহারের প্রবণতা দেখা যায়। করোনাকালীন সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েরা সময় কাটানোর জন্য এসব ব্যবহার করছে।
কিন্তু এক সময় দেখা যায়, এসব মাধ্যমে তারা আসক্ত হয়ে পড়ছে। এমনও দেখা যায়, কেউ কেউ সারাদিন ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে। যেখানে পারে সেখানেই ফোনের ক্যামেরা অন করে পাগলের মতো পাগলামিপনা শুরু করে দেয়। এমনকি রাস্তার মাঝে গাড়ি থামিয়েও ভিডি পর্যন্ত করে। অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার জন্য কতকিছু যে করা হচ্ছে সেসব বলে শেষ করা যাবে না। তাই টিকটক, লাইকির মতো অ্যাপসগুলো বন্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
আসুন, তরুণ সমাজকে এসব অ্যাপসের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তাদের সুন্দর জীনবে ফিরিয়ে আনি। অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অ্যাপস বন্ধের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।
– সিনথিয়া সুমি
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
উম্মাহ২৪ডটকম: এমএ