প্রথম বারের মতো তুরস্কের একটি মসজিদ পরিবেশবান্ধব হওয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইস্তাম্বুলের এয়ারপোর্ট সড়কের আলি কুসজু মসজিদটি গোল্ড লেভেল ইন লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সনদ লাভ করে। বিশ্বের প্রথম মসজিদটি এমন স্বীকৃতি পায়।
গত শুক্রবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব হিসেবে ইস্তাম্বুলের এ মসজিদের স্বীকৃতি দেয়। মূলত মসজিদ ভবনের অত্যাধুনিক নকশা ও উন্নত নির্মাণ প্রকৌশল হওয়ায় এ স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
অবকাঠামোগত স্থায়িত্ব, বায়ু সরবরাহ, অভ্যন্তরীণ পরিবেশগত মান, পানি ব্যবহারের উপযোগিতা, অবস্থান, পরিবহনসহ বিভিন্ন মানদণ্ডে উত্তীর্ণ হওয়ায় এ স্বীকৃতি দেয়া হয়।
উল্লেখ্য, গত বছরের (২০২০) ১৪ জুন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান ইস্তানবুল বিমানবন্দরে এই মসজিদটি উদ্বোধন করেন।
তুরস্কের জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও ভাষাবিদ আলি খুসকু নামে মসজিদটির নামকরণ করা হয়। ৮ হাজার বর্গমিটার আয়তনের এই মসজিদে ৬ হাজার ২৩০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
উম্মাহ২৪ডটকম: আইএএ