পবত্রি মসজিদুল হারামে প্রায় চার দশক যাবত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় তিনি বিশ্বব্যাপী সমাদৃত।
একটি ভিডিওতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের ইমাম শায়খ আল সুদাইসকে তাঁর মতো সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মসজিদের একজন খাদেম। আল সুদাইসের মতো সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় উপস্থিত সবাই মুগ্ধ হন।
ইলম ফিডের প্রতিবেদন থেকে জানা যায়, ওই লোক মসজিদে নববিতে পড়াশোনা করতে পাকিস্তান থেকে আসেন। নিজের ব্যয় নির্বাহ করতে তিনি মসজিদে ক্লিনার হিসেবে কাজ করেন।
সূত্র: ইলম ফিড।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
উম্মাহ২৪ডটকম: এসএএ