কানাডা ও অস্ট্রেলিয়ায় সাবসক্রিপশন সার্ভিস চালু করল টুইটার। এতদিন বিশ্ব জুড়ে টুইটার পুরো ফ্রি ছিল। এবার নতুন ফিচার ব্যবহার করতে গেলে পয়সা দিতে হবে।
সাবসকরিপশন সার্ভিসে বেশ কিছু নতুন বিষয় যোগ করেছে টুইটার। সেই নতুন বিষয়গুলি পেতে চাইলে পয়সা দিতে হবে। কানাডার সাড়ে তিন ডলার এবং অস্ট্রেলিয়ায় সাড়ে চার ডলার।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
টুইটারের ব্লু সাবসক্রিপশন সার্ভিসের নতুন বিষয়গুলির মধ্যে আছে ‘আনডু বাটন’। কোনো টুইট করার ৩০ সেকেন্ডের মধ্যে তা ‘আনডু’ করা যাবে। তা হলে তা আর প্রকাশিত হবে না। একটি ‘রিডার মোড’-ও থাকবে, যেখানে টুইট পড়া আরো সহজ হবে। তাছাড়া কালার থিমও ব্যবহার করা যাবে।
তবে টুইটার ব্যবহারকারীরা ‘এডিট বাটন’ দেয়ার অনুরোধ করেছিলেন। সেই ব্যবস্থা চালু করেনি টুইটার। তবে জানানো হয়েছে, কানাডা ও অস্ট্রেলিয়ার পর অন্য দেশেও সাবসক্রিপশন সার্ভিস চালু করা হবে।
উম্মাহ২৪ডটকম: আইএএ