তুরস্কের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ার মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। গতকাল শুক্রবার (২৮ মে) আয়া সোফিয়ায় পবিত্র কোরআনের ১৩৬ হাফেজদের নিয়ে অনুষ্ঠিত সমাবর্তনে এরদোগানের কোরআন তেলাওয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
১৩৬ জন পবিত্র হাফেজের মধ্যে এরদোগানের নাতি উমর তায়্যিব আছেন। নাজমুদ্দিন বিলালের ছেলে উমর তায়্যিব এবার পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। এছাড়াও সংসদীয় প্রধান মুস্তফা শানতুবের ছেলে উমর আসেম শানতুব হেফজ সমাপনকারীদের মধ্যে আছেন।
৮৬ বছর পর প্রথমবারের মতো ইসতানবুলের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় পবিত্র কোরআনের হাফেজদের সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট এরদোগান ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতায়ি, সংসদীয় প্রধান মুস্তফা শানতুব, সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মাদ হামদান দাকলু ও তুরস্কের ধর্মবিষয়ক প্রধান ড. আলি আরবাসসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেন।
ইস্তাম্বুল চেম্বার অব কমার্স অধিভুক্ত মারমারা আনাতোলিয়া হাই স্কুল ফর ইমাম অ্যান্ড প্রিসার্চ তুরস্কে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী শিক্ষা প্রসারে ব্যাপকভাবে কাজ করে। তুরস্কের এ প্রতিষ্ঠানগুলো ইমাম হাতিপ স্কুল নামে পরিচিত।
সূত্র : ডেইলি সাবাহ ।
উম্মাহ২৪ডটকম: আইএএ