টাঙ্গাইলের মির্জাপুরে সুজয় সরকার নামে সনাতন ধর্মের এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত ৫ মে তিনি টাঙ্গাইল আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দেন। ধর্ম পরিবর্তনের পর তিনি তার নাম রেখেছেন মো. আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজয় সরকার মির্জাপুর পৌরসভার আন্ধরা গ্রামের সতীশ সরকার ও শেফালী সরকারের ছেলে। ইসলাম ধর্মের রীতিনীতি, ধর্মীয় বিধি-বিধানে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আরও পড়তে পারেন-
- সাদকায়ে ফিতরের মাসাইল
- রমজানে মুমিনের প্রতিদিনের আমল
- মাহে রমযানের সিয়াম সাধনা ও তার আহকাম
- রমযান মু’মিনের জন্য কী প্রতিফল বয়ে আনে?
সুজয় সরকার জানান, ২০২০ সালে মির্জাপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের রীতিনীতি, ধর্মীয় বিধি-বিধান তার ভালো লাগত। ছয় মাস আগে থেকে তিনি নিজে নিজে ইসলাম ধর্মের নিয়ম-কানুন পালন করতে থাকেন।
তিনি আরো বলেন, গত ৫ মে ফজরের নামাজের পর স্থানীয় মসজিদের ইমামের হাতে হাত রেখে কালেমা তায়্যিবা এবং কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আদালতে গিয়ে স্বেচ্ছায় সজ্ঞানে হিন্দু ধর্ম পরিত্যাগের ঘোষণা দিয়ে মো. আব্দুল্লাহ নাম ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে তিনি জানান।
উম্মাহ২৪ডটকম: আইএএ