ইসরায়েলের কঠোর বাধা-বিপত্তি সত্ত্বেও পবিত্র রমজানের লাইলাতুল কদরে জেরুজালেমের মসজিদুল আকসায় ৯০ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। কঠোর বিধি-নিষেধ পালনে এ বছর ইসরায়েলি সেনারা জেরুজালেমে আগত মুসল্লিদের ওপর গভীর নজরদারি করে।
ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্সের জানায়, দখলদার সেনাদের কঠোর নজরদারির মধ্যে মসজিদে আকসায় কদরের রাতে ৯০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। অবশ্য জেরুজালেমের পশ্চিম তীর থেকে আগত অসংখ্য মুসল্লিদের মসজিদে আগমনে বাঁধা দেওয়া হয়।
আরও পড়তে পারেন-
- সাদকায়ে ফিতরের মাসাইল
- রমজানে মুমিনের প্রতিদিনের আমল
- মাহে রমযানের সিয়াম সাধনা ও তার আহকাম
- রমযান মু’মিনের জন্য কী প্রতিফল বয়ে আনে?
- ইসলামে শাসক ও শাসিতের পারস্পরিক হক
গতকাল শনিবার ইসরায়েলি সেনারা মুসল্লিদের ওপর নিরাপত্তার অজুহাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করে। আল আকসা মসজিদে লাইলাতুল কদর উদযাপনে আগত মুসল্লিদের ওপর ইসরায়েলের পুলিশ নজিরবিহীন নজরদারি শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, মসজিদে আকসা ও পূর্ব জেরুাজলেমের বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েল সশস্ত্র সৈন্যের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করে। মসজিদে আকসার বাবু আল আমুদ, বাব আল সাহিরা ও বাব আসবাতসহ বিভিন্ন ফটকে আগের চেয়ে অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়।
খবরে আরো বলা হয়, রমজানের শুরু থেকেই পবিত্র জেরুজালেম নগরীতে ইসরায়েলি সৈন্য কয়েক গুণ বাড়ানো হয়। তবে গত কয়েক দিনে সৈন্যদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়।
গত শুক্রবার সন্ধায় মসজিদে আকসার মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে দুই শতাধিক মুসল্লি আহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট।
সূত্র: আনাদোলু এজেন্সি।
উম্মাহ২৪ডটকম: আইএএ