।। মালেকা ফেরদৌস ।।
যিনি আকাশমন্ডলী ও পূর্ব, পশ্চিমের মালিক,
অপার সৌন্দর্যে যিনি আকাশের নক্ষত্ররাজিকে সাজিয়েছেন
আমি পৃথিবীর মানবজাতির আর্তনাদকে তাঁর কাছে পৌঁছে দিতে চাই।
আজ আমার প্রার্থনা সেই সৃষ্টির রক্ষকের কাছে !
আমার দৃষ্টিসীমায় যা আছে- প্রাণীকুল, গাছ, পাখি, ফুলেদের ক্রন্দন শুনি,
আপনি পরাক্রান্ত, প্রবল মহিমান্বিত, সুন্দর আপনার নাম,
আপনি আমাদের রব, ক্ষমা করুন প্রভু!
পৃথিবীর সর্বত্র আপনার করুণার প্রশান্তি ঢেলে দিন,
আপনার অবিনশ্বর বিভার প্রবাহ নামুক আপনার সৃষ্টির উপর!
সব মানবের পক্ষ থেকে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি,
আমাদের বিরাণ করে দেবেন না, হে আরশের মালিক,
আমাদের সীমালঙ্ঘনকে ক্ষমা করুন। আমীন!
উম্মাহ২৪ডটকম: এমএ